জগন্নাথপুর উপজেলার ৬নং রাণীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক তরুণ সমাজকর্মী শামীম আহমদের স্ত্রী মোছা. আকলিমা বেগমের (৩০) অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপি। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দেক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ স¤পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দীন, সাধারণ স¤পাদক আবুল হোসেন লালন, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী, সাধারণ স¤পাদক মো. ছদরুল ইসলাম, মাসিক ভিলেজ ডাইজেস্ট’র স¤পাদক রাগিব হোসেন চৌধুরী, সাপ্তাহিক নতুন দিন স¤পাদক মুহিব উদ্দিন চৌধুরী, কুবাজপুর দারুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মওছুফ আহমদ, সাবেক চেয়ারম্যান আলাউদ্দীন চৌধুরী, বিএনপি নেতা মাসুম আহমদ, কুবাজপুর দক্ষিণ পাড়া সুন্নিয়া জামে মসজিদের মুতাওয়াল্লী সাজ্জাদুর রহমান জুনু মিয়া, কুবাজপুর শাহী জামে মসজিদের সাধারণ স¤পাদক সাহেদ আহমদ উনু মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. আনফর উল্লাহ, রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী শহীদুল ইসলাম রানা প্রমুখ।
উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামের শামীম আহমদের স্ত্রী মোছা. আকলিমা বেগম শুক্রবার বেলা ২টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ মাগরিব কুবাজপুর আলিয়া মাদরাসা ময়দানে মরহুমার নামাজে জানাযা শেষে পঞ্চায়েতি কবরস্থানে লাশ দাফন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি