সুনামকণ্ঠ ডেস্ক ::
শ্রমজীবী মানুষকে শোষণের হাত থেকে মুক্তি ও তাদের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথের মধ্যদিয়ে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত হয়েছে। মহান মে দিবস পালন উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, মিছিল-সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। রোববার দিনভর এসব নানা কর্মসূচি পালন করা হয়। ওইদিন সকালে শহরে র্যালি বের করে জেলা প্রশাসন, ইমারত নির্মাণ কর্মী কল্যাণ সংগঠন, জেলা শ্রমিক ঐক্য, রিকশা শ্রমিক ইউনিয়ন, সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, সড়ক ও জনপথ কর্মচারী ইউনিয়ন, হোটেল, মিষ্টি, বেকারি শ্রমিক ইউনিয়ন, রঙমিস্ত্রী কর্মী কল্যাণ সংগঠনসহ বিভিন্ন সংগঠন।
জেলা শ্রমিক ঐক্য :
মে দিবসে জেলা শ্রমিক ঐক্যের সভাপতি সোহেল আহমেদের নেতৃত্বে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করা হয়। উক্ত মিছিলে অংশ নেন পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুল, বীর মুক্তিযোদ্ধা আ ত ম সালেহ। মিছিলটি শেষে শহীদ মিনারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আ ত ম সালেহ। সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক ঐক্যের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল আহমেদ।
অটোটেম্পু-অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়ন :
জেলা অটোটেম্পু-অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়ন (রেজি.নং-১৯২৬)-এর উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি পরবর্তী সমাবেশের আয়োজন করা হয়। রোববার সকালে শহরের পুরাতন বাসস্টেশন থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক সভাপতি মছন মিয়া। আবু সামা’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল আহাদ খাদিম, সহ-সভাপতি মো. সুন্দর আলী, সদস্য আল-আমিন কালা, শামসুল হক, জহিরুল ইসলাম, কামাল হোসেন, আহাদ মিয়া, শান্ত মিয়া, সারোয়ার, আলাল, শফিক প্রমুখ।
তৃণমূল নারী উদ্যোক্তা :
তৃণমূল নারী উদ্যোক্তা (গ্রাসরুটস) মহান মে দিবস পালন উপলক্ষে আলাচনা সভা, মেলা, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করে। রোববার বিকেলে শহীদ আবুল হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনডিসি সৈয়দ ফয়জুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ফৌজি আরা শাম্মী, গ্রাসরুটস’র সিইও হিমাংশু মিত্র প্রমুখ।
সুনামগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহযোগিতায় ১মে থেকে ৭মে পর্যন্ত চলবে এই মেলা। মেলায় বরিশাল, যশোরসহ দেশের বিভিন্ন জেলার নারী উদ্যোক্তারা তাদের উৎপাদিত পন্যের স্টল নিয়ে বসেছেন।
ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংগঠন :
যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন করেছে সুনামগঞ্জ জেলা ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংগঠন। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার সকালে শহরের পৌরবিপণি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরবিপণির চত্বরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মিলিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুল।
সংগঠনের সভাপতি শাহজাহান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র আয়ূব বখ্ত জগলুল।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত ও মনির হোসেনের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সংগঠনের সহ-সভাপতি শফিউল ইসলাম শাহেদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হামিদ, সংগঠনের দোয়ারাবাজার সভাপতি আমির আলী, সদস্য লিটন মিয়া, মহব্বতপুর সংগঠনের সভাপতি আব্দুর রহমান, সেক্রেটারি করম আলী, সংগঠনের আমবাড়ি শাখা সেক্রেটারি নুরুল ইসলাম, পশ্চিম বাংলাবাজার সভাপতি এবাদুল হক, বেতগঞ্জবাজার সেক্রেটারি মহিবুর রহমান, টুকেরবাজারের সভাপতি জুয়েল আহমদ, বেড়াজালি বাজার (ইসলামগঞ্জ)-এর সভাপতি নুর হোসেন মিয়া, কাঠইর ইউনিয়নের সংগঠনের সভাপতি শহিবুর রহমান, সংগঠনের নীলপুর বাজার সভাপতি মিজানুর রহমান, শান্তিগঞ্জ বাজারের সেক্রেটারি আবুল কালাম, চিনাকান্দি বাজার ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংগঠনের সদস্য আব্দুস সালাম প্রমুখ।
আলোচনা সভা শেষে শ্রমিকশিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাংস্কৃতিক সম্পাদক শাহাজাহান মিয়া ও সদস্য সইদুর রহমান প্রমুখ।
অপরদিকে, ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংগঠন, দোয়ারাবাজার উপজেলার মহব্বতপুর শাখার উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। রোববার বিকেলে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুরমা ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা ইমারত নির্র্মাণ কর্মী কল্যাণ সংগঠনের সভাপতি শাহজাহান গাজী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সমুজ আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ রুকনুজ্জামান, সাংবাদিক নজরুল ইসলাম, জাগরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফয়সল আহমদ, জাপা নেতা ইকবাল হোসেন ভুলু প্রমুখ। পরে সংগঠনের সাধারণ সম্পাদক করম আলী’র পরিচালনায় শ্রমিকশিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন।
শ্রমিক লীগ :
মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে রমিজ বিপণিস্থ দলীয় কার্যালয় থেকে এক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দু সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান টিপুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত চন্দ নিতাই, যতিন্দ্র কুমার দাস, সৈয়দ বাচ্চু, সহ-সভাপতি সাহাব উদ্দিন, জয়নাল মিয়া, কালি কুমার, আ.লীগ নেতা অ্যাড. মিজানুর রহমান, কৃষকলীগ সহ-সভাপতি শংকর দাস, যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য সবুজ কান্তি দাস, নুরুল ইসলাম বজলু, অ্যাডভোকেট আজাদুল ইসলাম, রতন, অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, দেবাশিষ দাস, পুলক, মজনু মিয়া, চেয়ারম্যান মোকসেদ আলী প্রমুখ।
রিকশা শ্রমিক ইউনিয়ন :
মহান মে দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে রিকশা শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখা। র্যালির আগে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রিকশাশ্রমিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট সালেহ আহমদ। সংগঠনের সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মো.আয়ুব আলী, যুগ্ম সম্পাদক ওয়েদুল হক মাসুক, আব্দুল জব্বার, আব্দুছ ছত্তার, আলাল, আব্দুল মান্নান, আমজদ আলী, জমির আলী প্রমুখ। সভা শেষে শহরে র্যালি বের করা হয়।
জগন্নাথপুর :
জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রোববার দুপুরে জগন্নাথপুর মিনিবাস শ্রমিক সমিতির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনিবিাস স্ট্যান্ডে গিয়ে পথসভায় মিলিত হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি কর্মকর্তা, জগন্নাথপুর ট্রাক সমিতি, লেগুনা সমিতি, অটোরিকশা সমিতিসহ বিভিন্ন পরিবহন সমিতির শ্রমিকরা অংশগ্রহণ করেন।
জগন্নাথপুর মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিমের সভাপতিত্বে ও জগন্নাথপুর মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি আব্দুল মজিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিশ্বজিত কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রফিকুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, জগন্নাথপুর মিনিবাস শ্রমিক সমিতির সাবেক সভাপতি রব্বানী মিয়া, বর্তমান সহ-সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক তুরন মিয়া, বর্তমান যুগ্ম-সম্পাদক কবির মিয়া, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক বিকাশ রায় বিকু, শ্রমিক নেতা বিশ্ব পাল, নন্দ রায়, বুরহান উদ্দিন, সাজ্জাদ মিয়া, আব্দুল মজিদ, ইসলাম উদ্দিন, তৈয়ব আলী, ভানু রঞ্জন দাস, শফিকুন্নুর, আলী হোসেন, বিপ্লব পাল, হাফিজুল ইসলাম, বাদশা মিয়া, ছাদিক মিয়া, আব্দুল হক, লিপ্টু দেব, ম্যানেজার রিজন মিয়া, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি ইদন মিয়া, সাবেক সভাপতি ফয়জুন্নুর, বর্তমান সহ-সভাপতি তকবুল মিয়া, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফু মিয়া, লেগুনা শ্রমিক সমিতির সভাপতি জুয়েল আহমদ ভূইয়া, সাধারণ সম্পাদক ছইল মিয়া, অটোরিকশা শ্রমিক সমিতির সভাপতি খেজর মিয়া, সাধারণ সম্পাদক আলী আহমদ, শ্রমিক নেতা মশাহিদ মিয়া ম্যানেজার আতিক মিয়া প্রমুখ।
বিশ্বম্ভরপুর :
বিশ্বম্ভরপুর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কালামের নেতৃত্বে বিশ্বম্ভরপুর উপজেলা সদরে র্যালি বের করা হয় এবং র্যালি শেষে উপজেলা পাবলিক লাইব্রেরির সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা মহিলা দল আহ্বায়ক কমিটির সদস্য মদিনা আক্তার, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য দিলনূর আহমদ, মুজিবুর রমান, জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক অ্যাড. মামুনুর রশিদ কয়েছ, ফুল মিয়া, উপজেলা ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি আশিকুর রহমান, ছাত্রদল নেতা শামছুল কবির, সহ-সভাপতি হায়াতুল ইসলাম, শ্রমিকদল সাংগঠনিক সম্পাদক আলফাজ উদ্দিন কাজল, সহ-সভাপতি আব্দুল খালেক ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা নবী, শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, দক্ষিণ বাদঘাট শ্রমিকদল সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ফতেপুর ইউপি শ্রমিকদল সভাপতি জামির জালাল, পলাশ ইউপি সাধারণ সম্পাদক ও পরিবহন মালিক শ্রমিক নেতা আব্দুস সামাদ, সলুকাবাদ ইউপি সাধারণ সম্পাদক ভুট্ট, ধনপুর ইউপি সভাপতি কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক হযরত আলী, ওয়ার্ড বিএনপি’র সভাপতি তারা মিয়া, সম্পাদক ধনপুর ইউপি সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, সহ-সভাপতি চান মিয়া, এমদাদুল হক, জয়নাল আবেদীন, আবু তাহের, জয়নাল আবেদীন, ফরহাদ, মান্নান, রহমত আলী, মেহেদী হাসান, আপ্তাব উদ্দিন, শামছু মিয়া, হান্নান মিয়া।
দোয়ারাবাজার :
মহান মে দিবস উপলক্ষে দোয়ারাবাজারে জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে আলোচনা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার বাংলাবাজারে বর্ণাঢ্য র্যালি শেষে স্থানীয় ক্লাব মাঠে বাংলাবাজার ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শাহিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক রোটারিয়ান এম আবুল হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক জমির হোসেন, মো. আলম, সুরুজ মিয়া, খুরশিদ মিয়া, মিয়া হোসেন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শাহজালাল প্রমুখ।