জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের বাতির মিয়ার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এ সময় বাড়িতে কেউ ছিলেন না।
খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকান্ডে একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা নগদ টাকা, কাগজপত্র, আসবাবপত্রসহ বিভিন্ন মামলামাল পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।