স্টাফ রিপোর্টার ::
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম বলেছেন, চাপ মুক্তভাবে দায়িত্ব পালন করতে হলে খেলাধুলার প্রয়োজন আছে। খেলাধুলার মধ্য দিয়ে ফিটনেস বজায় থাকে, মন প্রফুল্ল থাকে। প্রত্যেক মানুষের শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই।
শুক্রবার রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সুনামগঞ্জ জেলা পুলিশের ব্যাডমিন্টন প্রতিযোগিতার খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যা¤িপয়ন হয়েছেন সিদ্দেক-তারেক জুটি। রানার্সআপ হয়েছে আজিজ-মকবুল জুটি। খেলা পরিচালনা করেন ট্রাফিক ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম ও ইন্সপেক্টর নন্দন রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহিদুর রহমান, ডিআইও ওয়ান আনোয়ার হোসেন মৃধা, ওসি ডিবি ইকবাল হোসেন, ওসি আবুল হাশেম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।
সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই : পুলিশ সুপার

Leave a Reply