ছাতক প্রতিনিধি ::
পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপির সাথে সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ছাতক পৌরসভার টানা চার বারের নির্বাচিত মেয়র আবুল কালাম চৌধুরী এবং তার অনুজ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধুরী। রোববার সন্ধ্যায় মন্ত্রীর ঢাকাস্থ বাসভবনে উপস্থিত হয়ে ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নূরুল হুদা মুকুট ও বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ছাতক পৌরসভার উন্নয়ন পরিকল্পনা নিয়ে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপির সাথে আলোচনা করেন মেয়র আবুল কালাম চৌধুরী।
পরিকল্পনামন্ত্রীকে মেয়র আবুল কালামের ফুলেল শুভেচ্ছা

Leave a Reply