1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:০১ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২১ সনের নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আক্তারুজ্জামান আহমদ সেলিম নির্বাচিত হয়েছেন। সোমবার দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ ফওয়াদুল জাওয়াদ ফলাফল ঘোষণা করেন।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, সোমবার ২০২১ সনের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ভোটগ্রহণ শুরু হয়। ৪০৯ জন ভোটারের মধ্যে ৩৯৫ জন ভোট প্রদান করেন। সভাপতি পদে অ্যাডভোকেট রবিউল লেইস রোকেস, অ্যাডভোকেট সৈয়দ শামসুল ইসলাম ও অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম শেফু প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১৮৮ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম শেফু। তার অপর দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ শামসুল ইসলাম ১১২ ভোট এবং অ্যাডভোকেট রবিউল লেইস রোকেস ৬০ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আক্তারুজ্জামান আহমদ সেলিম ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান ১৮৮ ভোট ও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদর উদ্দিন ৫১ ভোট পেয়েছেন।
অপরদিকে সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. হাসান মাহবুব সাদী ২৫৬ ও অ্যাড. মো. রমজান আলী ২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাড. ফয়সল আহমদ ১৭১ ভোট পান।
অর্থ সম্পাদক পদে অ্যাড. মোহাম্মদ জমির উদ্দিন ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাড. মো. আবুল বাশার পেয়েছেন ১৫২ ভোট।
অপরদিকে পাঠাগার সম্পাদক পদে অ্যাড. মনজু মিয়া, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে অ্যাড. জিয়াউর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. মো. সাজ্জাদুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাড. মো. ফরিদ উন নবী, অ্যাড. মো. আব্দুল হক, অ্যাড. মো. শেরেনূর আলী, অ্যাড. মো. আনোয়ার হোসেন ও অ্যাড. মোহাম্মদ শাহীনূর রহমান।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাড. সৈয়দ ফওয়াদুল জাওয়াদ এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাড. মো. শামসুর রহমান ও অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com