স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ মোবাইল সার্ভিসিং এসোসিয়েশনের উদ্যোগে রোববার শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে মতবিনিময় সভা ও কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি আলতাফুর রহমান মাসুম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতা ইয়াসিন আহমেদ, সালেহ আহমেদ, রানা আহমেদ প্রমুখ।
বক্তারা দেশব্যাপী মোবাইল টেকনিশিয়ানদের ঐক্যের বিষয়ে জোর দেন। আলতাফুর রহমান মাসুম বলেন, বর্তমান প্রযুক্তির যুগে পার¯পরিক ঐক্য ও তথ্য বিনিময় ছাড়া টিকে থাকা সম্ভব নয়।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র নাদের বখত নতুন উদ্যোক্তাদের বিনামূল্যে ট্রেড লাইসেন্স দেওয়ার প্রতিশ্রুতি দেন।
পরে শাহাব উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সিদ্ধার্থ আচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদুর রহমান। বক্তব্য রাখেন শাহাবুদ্দিন আহমেদ, ইয়াকুব আলী ও বিভিন্ন উপজেলা থেকে আগত মেকানিকবৃন্দ।
নতুন উদ্যোক্তাদের বিনামূল্যে ট্রেড লাইসেন্স দেয়ার প্রতিশ্রুতি দিলেন নাদের বখত

Leave a Reply