স্টাফ রিপোর্টার ::
‘এই শহরে আমি নেই’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখত।
কবি তাওসীফ সারওয়ারের লেখা কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজের প্রভাষক মশিউর রহমান, সিলেট প্রাকৃত প্রকাশনীর স্বত্বাধিকারী কবি মামুন সুলতান, মো. মিজানুররহমান, খুরশেদ আলম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মো. আহমদ আলী, কাজী মমিনুল ইসলাম, প্রভাষক শরীফুল ইসলাম, মুনাঈম আহমদ, তালহা প্রমুখ।
কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

Leave a Reply