জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল করেছেন। কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা পরিষদ এলাকায় বিক্ষোভ মিছিল শেষে মুক্তিযোদ্ধা ভবনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূমের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার আবদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক কমান্ডার সাজ্জাদ হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ আলী, জয়নাল আবেদীন, আছলম উল্লাহ, হাজী মনা মিয়া, হাবিবুর রহমান, কৌশিক দাস, রবীন্দ্র দাস, গৌরাঙ্গ গোপ, দিলীপ গোপ, ধীরেন্দ্র দাস, পরেশ দাস, দীপেন্দ্র দাস, দৌলত খান, জ্যোতিষ দাস সেন, যোগেশ দাস তালুকদার, নগেন্দ্র দাস, শ্রীকৃষ্ণ দাস, কৃপেশ দাস, রসরাজ বৈদ্য, কনর মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা রিপন মিয়া, ফকির আজিজ, ফয়জুল ইসলাম, আবদুল গফ্ফার, আবদুল মুকিত প্রমুখ।
জগন্নাথপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

Leave a Reply