দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার ৫নং পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হয়ে মানুষের সেবা করতে চান লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন কবির। তিনি দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের জলসী গ্রামের বাসিন্দা। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি।
তিনি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পান্ডারগাঁও ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আমি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেছি।
হুমায়ুন কবির আরও বলেন, ইউনিয়নবাসীর পাশে থেকে সাধারণ মানুষের কল্যাণেও সুখ দুঃখের সাথী হয়ে রয়েছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল আমাকে নৌকা প্রতীকের মনোনয়ন দিলে, পান্ডারগাঁও ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে। উন্নয়নের ধারা গতিশীল করতে হলে নৌকা প্রতীকের বিকল্প নেই। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে পান্ডারগাঁও ইউনিয়নবাসীর সেবা করতে চাই।
পান্ডারগাঁও ইউপি নির্বাচন : আ.লীগের মনোনয়ন চান হুমায়ুন কবির

Leave a Reply