1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

নির্বাচনী আমেজে সরগরম দিরাই

  • আপডেট সময় শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

দিরাই প্রতিনিধি ::
আগামী ২৮ ডিসেম্বর দিরাই পৌরসভার নির্বাচন। পৌরশহরের সর্বত্র এখন নির্বাচনী আমেজ। শহরের প্রধান প্রধান সড়ক এমনকি প্রতিটি ওয়ার্ডের পাড়া মহল্লা মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোস্টারে ভরপুর। পৌর শহর যেন পোস্টারের শহরে পরিণত হয়েছে।
রিকসা চালক আবুবকর বলেন, যেনদি যাই খালি মাইকের শব্দ, আর সবখানো ফোস্টার আর ফোস্টার, হখল পারতিরা ওনে সালাম আদাব দেইন, আগে খেউ আমরারে মাতাইতা না। ইলেকশন আইলে গরিবের দাম বাড়ে।
দিরাই সুজনের সাধারণ স¤পাদক শাহিনুর আলম বলেন, ২৮ ডিসেম্বর দিরাই পৌরসভার নির্বাচন ঘিরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক এমনকি পাড়া মহল্লা পোস্টারে সয়লাব হয়ে গেছে। প্রার্থীদের দৌড়ঝাঁপও চোখে পড়ার মতো। সব মিলিয়ে শহরে বইছে নির্বাচনী আমেজ।
দিরাই শিল্পকলা একাডেমীর সাধারণ স¤পাদক ও উদীচীর উপজেলা সভাপতি নারায়ণ দাস বলেন, দিরাই হচ্ছে সম্প্রীতির রাজনীতির উর্বর ভূমি। আসন্ন পৌরসভার নির্বাচনী আমেজ সবখানে। হোটেল, রেস্টুরেন্টে আলাপ-চারিতায় এখন শুধু নির্বাচনী সংলাপ। প্রার্থীদের মাঝে পর¯পরের কোশল বিনিময়, পার¯পরিক শ্রদ্ধাবোধ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার সত্যিই মনোমুগ্ধকর। দিরাইয়ের অতীতের রাজনৈতিক ঐতিহ্য বজায় থাকবে এ আমার বিশ্বাস।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সফি উল্লাহ বলেন, প্রার্থীদের মধ্যে পার¯পরিক শ্রদ্ধাবোধ সত্যিই আমাকে অভিভূত করেছে। বড় দলের মেয়র প্রার্থীরা একসাথে গোলটেবিল বৈঠকের আলোচনায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করেছেন। দিরাইয়ের রাজনৈতিক সম্প্রীতি প্রশংসার দাবিদার। প্রশাসন সুষ্ঠু নির্বাচনে বদ্ধ পরিকর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com