স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজার উপজেলার গোরেশপুর গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে গৃহকর্মী আব্দুস সালাম হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনরা।
সোমবার দুপুরে উপজেলার নৈনগাঁও গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিহতের শাশুড়ি কমলা বেগম ও স্ত্রী লাভলী বেগম।
এ সময় ঘটনার হুকুমদাতা প্রবাসী কামরান আব্দুল হাইসহ আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে নিহতের শাশুড়ি বলেন, পরিকল্পিতভাবে সংঘটিত এই হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহিত করতে খুনিরা তাকে নেশাগ্রস্ত করে গণমাধ্যমের সম্মুখে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করান।
তিনি বলেন, গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত কথিত এক সংবাদ সম্মেলনে চোখ বেঁধে তাকে বাড়ি থেকে নিয়ে যায় সালাম হত্যা মামলার আসামির বোন রইছুন বেগম ও ভাগনা ইসলাম। পরে নেশাগ্রস্ত অবস্থায় তাকে দিয়ে কামরান হাইয়ের প্রতিপক্ষ ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু ও সদস্য আলী হোসেনের নাম বলতে তাকে বাধ্য করা হয়।
গৃহকর্মী সালামের নৃশংস খুনের ঘটনার বিচার দাবি করেছেন তার স্বজনসহ এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নিহত সালামের চাচা আজর আলী, আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী প্রমুখ।
সংবাদ সম্মেলন : গৃহকর্মী সালাম হত্যায় জড়িতদের শাস্তি দাবি

Leave a Reply