স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজারে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার বিয়ানীবাজার এলাকায় দোয়ারাবাজার-পান্ডারগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত এক কিশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত তরুণের নাম রাসেল মিয়া (২০) উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পান্ডারগাঁও গ্রামের আলী হায়দারের ছেলে। আহত ওই কিশোরের নাম ফাজায়েল আহমদ (১৬)। তার বাড়ি উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের চন্ডিপুর গ্রামে।
পুলিশ জানায়, রাসেল মিয়া এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। কিশোর ফাজায়েল আহমদকে যাত্রী হিসেবে মোটরসাইকেলে তুলে রোববার রাত ১০টার দিকে দোয়ারাবাজার থেকে পান্ডারগাঁও যাচ্ছিলেন তিনি। বিয়ানীবাজার বাজার এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাসেল মারা যান। এ সময় আহত অবস্থায় ফাজায়েলকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, রাতেই রাসেল মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রলিটি জব্দ করা হয়েছে, তবে চালক পলিয়ে গেছে।
ট্রলির ধাক্কায় তরুণ নিহত

Leave a Reply