1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

ফ্রান্সে মহানবীর (সা.) অবমাননায় ‘নাগরিক দায়িত্বের’ নিন্দা

  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২০

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে নিন্দা জানিয়েছে সামাজিক সংগঠন ‘নাগরিক দায়িত্ব’। শুক্রবার ঢাকার বিডিএন-এর সম্মেলন কক্ষে নাগরিক দায়িত্ব কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়।
নাগরিক দায়িত্বের সভাপতি অ্যাডভোকেট মো. এম আর খালেদ তুষার বলেন, Today the French debate on Islam has turned into deepened after the beheading of a teacher Mr. Samuel Patty who had shown caricatures of the Prophet Muhammad (SM) in a class on freedom of expression. We believe that any depiction of the Prophet is blasphemous. To escalate the tension the French President Mr. Emmanuel Macron, were projected the on Friday, the cartoons of the Prophet onto government buildings in France. এরই জের ধরে ফরাসি সাপ্তাহিক রম্য ম্যাগাজিন চার্লিহেবদো গত ১৯ সেপ্টেম্বর ঘোষণা দিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ করে কার্টুন প্রকাশ করায় বিশ্বের প্রায় পৌনে ২শ কোটি ধর্মপ্রাণ মুসলিমদের সাথে আমরাও আনুষ্ঠানিকভাবে নিন্দা জ্ঞাপন করছি।
সেই সাথে ঘৃণাভরে চার্লিহেবদো’র প্রকাশক স্টিফেন চারবোনিয়ারকে উদ্দেশ্য করে বলেন যে, বিশ্বনবী (সাঃ)-এর ব্যঙ্গাত্বক কার্টুন শিক্ষামূলক এবং মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলবে বলে যে যুক্তি দেখিয়েছে তা ইসলাম ধর্মকে উদ্দেশ্যমূলকভাবেই অবমাননা করা হয়েছে।
বক্তব্যের এক পর্যায়ে তিনি চার্লিহেবদো ম্যাগাজিনে বিশ্বনবী (সাঃ)-এর ব্যঙ্গাত্বক কার্টুন প্রকাশিত হওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানানো বিশ্বের মুসলিমদেশগুলির মধ্যে তুর্কী প্রেসিডেন্ট রিসেপতাইপ এরদোগান, কুয়েত কনজ্যুমার প্রোডাক্ট এসোসিয়েশনের প্রধান ফাহাদ-আল-কিশতি,
ইরানের প্রেসিডেন্ট হোসেন রোহানী এবং দেশটির প্রধান নেতা আয়াতুল্লাহ আলখোমেনী, মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আলসিসি, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, মালয়েশিয়ার পররাষ্ট্রন্ত্রী বহিসাম উদ্দিন হোসেইন ছাড়াও বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠীকে নাগরিক দায়িত্বের পক্ষ হতে অভিনন্দন জানান।
সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক দায়িত্বের সাধারণ সম্পাদক ডা. এসএম আকমল আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রবাল, প্রচার সম্পাদক অ্যাডভোকেট মো. ফরহাদ হুসেন, কোষাধ্যক্ষ লায়ন ইঞ্জিনিয়ার মো. শাহ আলম, সহ-সভাপতি এসএম খোকন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শহীদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জামান চৌধুরী প্রমুখ। – সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com