স্টাফ রিপোর্টার ::
দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হল মারিয়া বেগম (৪) ও সাইম মিয়া (৪)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।
স্থানীয়রা জানান, গাগলী গ্রামের সৈয়দুর রহমানের ছেলে সাইম মিয়া ও সাহিদুর রহমানের মেয়ে মারিয়া বেগম রোববার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে সকলের অগোচরে বাড়ি পার্শ্ববর্তী খালে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে বাড়ি পার্শ্ববর্তী খালে অনুসন্ধান চালান স্বজনরা। এ সময় পানির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

Leave a Reply