স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্টে কালারাজা নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি সুনামগঞ্জ পৌর শহরের জলিলপুর গ্রামের গোলাম কিবরিয়ার পুত্র। গত বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার দোহালিয়া ইউনিয়নের উত্তর কাঞ্চনপুর গ্রাম সংলগ্ন সুরমা নদীর তীরে দুর্ঘটনাটি ঘটে। একই দুর্ঘটনায় আরো চার শ্রমিক আহত হয়েছেন। তারা হলেন- জলিলপুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মনির হোসেন, মৃত আব্দুল হেকিমের পুত্র জমির হোসেন, সুলতান মিয়ার পুত্র শাহজাহান মিয়া ও ওয়াহিদ উল্লার পুত্র অজুদ।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সুরমা নদী তীরবর্তী বালু ডাম্প থেকে বালু নামানোর বেল্ট নিতে আসেন ওই ৫ শ্রমিক। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। তখন স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন। আহত ৫ শ্রমিকের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কালারাজাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
বেল্ট মালিক নূরুল আলম জানান, জলিলপুর গ্রাম নিবাসী শ্রমিক আনোয়ার ৯ হাজার টাকা একদিনের চুক্তিতে আমার ১৬০ ফুট বেল্ট নৌকাযোগে সুনামগঞ্জ নিয়ে আসার জন্য কথা হয়েছিল। কিন্তু কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা আমার জানা নেই। সুনামগঞ্জ সদর হাসপাতালে নিহতের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানা ও দোয়ারা থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন।
বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

Leave a Reply