স্টাফ রিপোর্টার ::
সর্বজন শ্রদ্ধেয় সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা আলফাত উদ্দিন আহমদ (মোক্তার সাহেব)-এর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৫ সালের ২৩ মে তিনি ৬৮ বছর বয়সে ইন্তেকাল করেন।
গরিব-মেহনতি মানুষের জন্য তিনি জীবনভর কাজ করে গেছেন। তাদের অধিকার আদায়ে ছিলেন সোচ্চার। জীবদ্দশায় তিনি ভাষা আন্দোলনসহ এমন কোনো আন্দোলন নেই যাতে সক্রিয় অংশগ্রহণ করেননি। এ জন্য শাসক শ্রেণির রোষানলে পরে একাধিকবার কারাবরণ করেন। তিনি ছিলেন গরিব মেহনতি মানুষের পরীক্ষিত বন্ধু। তাঁর প্রতিষ্ঠিত রিকসা শ্রমিক ইউনিয়ন প্রতি বছরই আলফাত উদ্দিন আহমদের মৃত্যুবার্ষিকী পালন করে।
জননেতা আলফাত উদ্দিন আহমদের মৃত্যুবার্ষিকী আজ

Leave a Reply