1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

কমরেড আনোয়ার হোসেন সুমনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য, আইনজীবী কমরেড আনোয়ার হোসেন সুমনের বিরুদ্ধে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানায় গ্রাম্য গোষ্ঠীগত দ্বন্দ্বকে পুঁজি করে মামলা দায়েরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা কমিটি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদ, খেলাঘর সুনামগঞ্জ জেলা, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি সুনামগঞ্জ জেলা কমিটি, বাংলাদেশ কৃষক সমিতি সুনামগঞ্জ জেলা কমিটি, বাংলাদেশ যুব ইউনিয়ন সুনামগঞ্জ জেলা কমিটি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সুনামগঞ্জ জেলা সংসদ ও কলেজ সংসদ । সংগঠনগুলোর নেতৃবৃন্দ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই ক্ষোভ ও নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানায় গ্রাম্য গোষ্ঠীগত দ্বন্দ্বকে পুঁজি করে সরকারি দলের স্থানীয় নেতৃত্বের একাংশের অতি উৎসাহ ও প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় কমরেড আনোয়ার হোসেন সুমনের উপর মিথ্যা মামলা দায়েরের ঘটনায় আমরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানাই। গত ১১ মে তারিখে কথিত ঘটনার সময় তিনি সিলেট মহানগরে অবস্থান করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ও বাম গণতান্ত্রিক জোটের নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন ও নেতৃত্ব দেন। এত সংক্রান্ত সংবাদ বিভিন্ন পত্র পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। তিনি সপরিবারে সিলেট মহানগরে বাস করেন। উল্লেখ্য যে কথিত ঘটনাস্থল সিলেট মহানগর হতে প্রায় ৭০ কিলোমিটার দূরবর্তী সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামে। দুর্বৃত্তায়িত রাজনীতির উপকারভোগীরা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে কমরেড আনোয়ার হোসেন সুমনকে হেনস্তা ও হয়রানি করার জন্য এই জঘন্য অপতৎপরতায় লিপ্ত হয়েছে। আমরা অবিলম্বে কমরেড সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি। বিবৃতিদাতারা হলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক এডভোকেট এনাম আহমদ, খেলাঘরের জেলা সভাপতি বিজন সেন রায়,সাধারণ সম্পাদক রাজু আহমেদ, উদীচী জেলা সংসদের সভাপতি শীলা রায়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,কৃষক সমিতির জেলার যুগ্ম আহ্বায়ক নিরঞ্জন দাস খোকন,ক্ষেতমজুর সমিতি জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য শাহজালাল সুমন, যুব ইউনিয়ন জেলা সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দীন,ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি দুর্যোধন দাস দুর্জয়,কলেজ সভাপতি মনির হোসেন দুর্জয়, সাধারণ সম্পাদক নিমাই সরকার প্রমুখ। – সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com