স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে ১৫ মে পর্যন্ত ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছিল চেম্বার অব কমার্স ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। আজ শুক্রবার ঘোষণার নির্ধারিত দিনে আবারও ঈদ পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ করেছেন তারা। তাছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে প্রণোদনা দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ নিয়ে আজ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স কার্যালয়ে জরুরি সভায় বসেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। তারা করোনা পরিস্থিতিতে ব্যবসা নিয়ে আলোচনা করেন। আলোচনায় ব্যবসায়ীদের সুখ-দুঃখের কথা ওঠে আসে। নেতৃবৃন্দ ক্ষুদ্র ব্যবসায়ীদের সরকারি প্রণোদনার দাবি জানালে চেম্বার নেতৃবৃন্দ এই দাবির বিষয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেন।
তাছাড়া করোনা ভাইরাস সংক্রমণ রোধে তারা আবারও সুনামগঞ্জের ব্যবসায়ী সমাজকে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ করেন।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স সভাপতি খায়রুল হুদা চপল বলেন, সরকারিভাবে ১০ মে দোকানপাট খুললেও করোনা পরিস্থিতির কারণে সুনামগঞ্জে ১৫ মে পর্যন্ত আমরা বন্ধ রাখি। আজ এই আদেশের নির্ধারিত দিনে আমরা আবারও ব্যবসায়ীদের ঈদ পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার অনুরোধ করেছি। সরকারি প্রণোদনা যাতে ক্ষুদ্র ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরার পান সে বিষয়ে আমরা তাদের দাবি দাওয়ার কথা প্রশাসনকে বলব।
ঈদ পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার অনুরোধ চেম্বার অব কমার্সের

Leave a Reply