1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

ছাতকে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে দরিদ্র্যদের খাদ্য সহায়তা

  • আপডেট সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

ছাতক প্র‌তি‌নি‌ধি ::
করোনা ভাইরাস সংক্রমণ মোকা‌বেলায় সাধারণ মানু‌ষের মা‌ঝে স‌চেতনতা সৃ‌ষ্টির ল‌ক্ষ্যে কাজ করে যাচ্ছেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ‌লিউর রহমান চৌধুরী বকুল। পাশাপাশি দরিদ্র্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছেন। ইতিম‌ধ্যে উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় ক‌য়েক হাজার কর্মহীন অসহায় শ্র‌মিক, দিনমজুর গ‌রীব পরিবারকে খাদ্য সহায়তা প্রদান ক‌রে‌ছেন তি‌নি। এ পর্যন্ত ছাতক শহ‌রের বি‌ভিন্ন পাড়া মহল্লা ও উপ‌জেলার বি‌ভিন্ন গ্রামে বা‌ড়ি বা‌ড়ি গি‌য়ে চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল, লবণ ও মাছসহ বি‌ভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করছেন তি‌নি। এছাড়াও উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় এসব কর্মহীন সাধারণ অসহায় গ‌রীব প‌রিবা‌রের মানুষ‌কে প্রতি‌দিনই বাধাকপি, বেগুন, পুইঁশাক, মুলা, ডাটা, লাল শাকসহ বি‌ভিন্ন জা‌তের শাক-সবজি দিয়েছেন। সাবান, পাউডার সামগ্রী ও বিতরণ করে যচ্ছেন সা‌বেক উপ‌জেলা পরিষদ চেয়ারম্যান অ‌লিউর রহমান চৌধুরী বকুল। তিনি ও তার পরিবারের পক্ষ থেকে এ কাযক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। এরই ধারাবা‌হিকতায় রোববার (১৯ এপ্র‌িল) দিনভর উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর, বড়কাঁপন, পৌরসভার নোয়ারাই চৌধুরী পাড়া, জাহানেরহাটি ও নোয়ারাই বাজার কলোনী এলাকায় প্রায় ৫ শতাধিক কর্মহীন অসহায় দিনমজুর পরিবারের মাঝে বাধাকপি, বেগুন, পুইঁশাক, মুলা, ডাটা ও লাল শাকসহ বি‌ভিন্ন জাতের শাক সবজি বিতরণ করা হয়েছে। এর আগে গত শনিবার দিনভর উপজেলার কালারুকা ইউনিয়নের সুফিনগর জামে মসজিদ এলাকায়, হাসনাবাদ মাদ্রাসা এলাকায়, গোাবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর উত্তর পাড়া জামে মসজিদ এলাকায়, ধারণ বাজার এলাকায় ও জাউয়াবাজার ইউনিয়নের কৈতক দৌলতপুর গ্রামে, ছাতক শহ‌রের বাগবা‌ড়ি মহল্লায় পৌরসভার ম‌হিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলীর বাসা থেকে ও মন্ড‌লীভোগ মহল্লার হাসপাতাল রোড, চরের বন্দ মহল্লা, এলাকায় কর্মহীন প্রায় ১ হাজার অসহায় দিনমজুর গরীব প‌রিবারের লোকজনের মাঝে বাঁধাকপি, বেগুন, পুইঁশাক, মুলা, ডাটাসহ বি‌ভিন্ন জা‌তের শাক সবজি বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com