রাজন চন্দ ::
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র্যদের খাদ্য সহায়তা করেছে তাহিরপুর থানা পুলিশ। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমানের তত্ত্বাবধানে বৃহস্পতিবার দুপুরে থানা চত্বরে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
তাহিরপুর থানা পুলিশের ব্যক্তিগত অর্থায়নে উপজেলা সদরের বিভিন্ন গ্রামের ৫০ টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, দেড় লিটার সয়াবিন তেল ও একটি করে সাবান বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর থানার এস আই দীপঙ্কর বিশ্বাস, মিজানুর রহমান, জহুর লাল, মনিতোষ দাস, শংকর দে, আলমাস মিয়া, এ এস আই নজরুল ইসলাম, মীর হোসেনসহ থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের কথা বিবেচনায় নিয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
তাহিরপুরে ৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিল পুলিশ

Leave a Reply