স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজারে ব্যাটারিচালিত অটোরিকসার ধাক্কায় মো. বাবুল মিয়া নামের এক কৃষক নিহত হয়েছেন। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের মৃত আকমত আলীর ছেলে। শুক্রবার সকালে নোয়ারাই-বাংলাবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাংলাবাজার এলাকার রাস্তা ধরে একটি ব্যাটারিচালিত অটোরিকসা বাজারের ভেতর দিয়ে যাচ্ছিল। এ সময় কৃষক মো. বাবুল মিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছিলেন। হঠাৎ করেই অটোরিকসাটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাতক উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বলেন, বাংলাবাজারে ব্যাটারিচালিত অটোরিকসার ধাক্কায় মো. বাবুল মিয়া নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়েছি। ছাতক থানার পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
অটোরিকসা কেড়ে নিল কৃষকের প্রাণ

Leave a Reply