স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্টে নবপ্রতিষ্ঠিত চাইল্ড হেভেন (কিন্ডারগার্টেন) স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে দুপুরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাইল্ড হেভেন স্কুলের প্রিন্সিপাল মো. আজিজুল হক মাসুক। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু।
স্কুলের সহকারী শিক্ষক শাহজাহান আলম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মোছা. বুলবুল বেগম, কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নমিতা সরকার, রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজমিন বেগম চৌধুরী ও মুফতি আজিজুল হক। স্বাগত বক্তব্য রাখেন মাহবুবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক বদরুল আলম। পরে অতিথিদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করেন প্রিন্সিপাল মো. আজিজুল হক মাসুক। সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
চাইল্ড হেভেন স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা

Leave a Reply