সুনামকণ্ঠ ডেস্ক ::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের কোথাও এখন আর বাঁশের সাঁকো থাকবে না। দেশের কোথায় কোথায় বাঁশের সাঁকো আছে বা সেতুর অভাবে মানুষকে কষ্ট পেতে হচ্ছে তা খুঁজে বের করে সেতু নির্মাণ করা হবে। যে দেশে পদ্মা নদীর উপরে একাধিক সেতু নির্মাণ হচ্ছে, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে ট্যানেল নির্মিত হচ্ছে সেই দেশে সেতুর অভাবে মানুষ কষ্ট করতে পারে না।
বৃহ¯পতিবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে এই কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সমাবেশে সভাপতিত্ব করেন শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।
বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে ৭২ মিটার দৈর্ঘ্য ও চার মিটার প্রস্থের এক সেতু নির্মাণের ভিত্তি স্থাপন উপলক্ষে অয়োজিত সুধী সমাবেশে মন্ত্রী বলেন, জনগণের উপকারে আসে এমন প্রকল্প দপ্তরে আসলেই তা অনুমোদন করা হবে। তিনি বগুড়ায় একটি বিমানবন্দর স্থাপন এবং করতোয়া নদী খননসহ উন্নয়ন প্রকল্পের বিষয়ে বিশেষ নজর দেওয়ার আশ্বাস দেন।
দেশের কোথাও বাঁশের সাঁকো থাকবে না : পরিকল্পনামন্ত্রী

Leave a Reply