1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

ঐতিহাসিক সুনামগঞ্জ মুক্ত দিবস উদযাপিত

  • আপডেট সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার ::
যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক সুনামগঞ্জ মুক্ত দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিভিন্ন কর্মসূচি পালন করে সুনামগঞ্জ জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন।
সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে যথাযথ মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে জেলার ১১ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্বে একাত্তরের বীর মুক্তিযোদ্ধারা আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অংশ নেন। সুনামগঞ্জ জেলা প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, সদর উপজেলা পরিষদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, সিভিল সার্জন কার্যালয়, খেলাঘরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলাদাভাবে দিবসটি পালন করে।
দুপুরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের কর্মকর্তা ছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক আন্দোলনের নেতৃবৃন্দসহ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পরে মুক্তিযোদ্ধাদের আপ্যায়ন করা হয়।
আনন্দ শোভাযাত্রায় ব্যান্ডপার্টির সদস্যরা মুক্তিরগানে সুর দিয়ে এক অন্যরকম আবহ তৈরি করেন। তাছাড়া মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে মহিষের গাড়ি প্রদর্শন, যুদ্ধাপরাধীদের প্রতীকী বিচার ও মুক্তিযোদ্ধাদের কাছে হানাদারদের প্রতীকী আত্মসমর্পণের প্রতীকী দৃশ্য ছিল দেখার মতো। মুক্তিযোদ্ধাদের হাতে লাঠি, লাল পতাকা, বুকে বিজয়ফুল ব্যাজ ও মাথায় বিজয়ের ব্যাজ এবং কণ্ঠে জয়বাংলা স্লোগানে তুমুল প্রতিধ্বনি তুলেন অংশগ্রহণকারী জনতা।
আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সহকারী পুলিশ সুপার মো. হায়াতুন্নবী, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আসাদুল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা নূরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, জেলা পরিষদ সদস্য ফৌজিআরা বেগম শাম্মী প্রমুখ।
এরপর শহীদ আবুল হোসেন মিলনায়তনে সুনামগঞ্জ মুক্ত দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ডের প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। সহকারী কমিশনার আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার) হায়াতুন নবী, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com