স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও সরকারি শিশু পরিবার (বালিকা)-এর সৌজন্যে পিঠা উৎসব-২০১৯ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের বাসভবনে আয়োজিত উৎসবে শিশু পরিবারের বালিকারা এবং স্থানীয় শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন। এসময় নির্মল আনন্দে মেতে উঠে শিশু পরিবারের শিক্ষার্থীরা।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার, ২৮ বিজিবি-এর অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বিপিএম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.জি.এম. আল মাসুদ, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোকলেছুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবিল আয়ামসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসনের আয়োজনে পিঠা উৎসব

Leave a Reply