1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

এমপিওভুক্ত হল জেলার ৬৬ শিক্ষাপ্রতিষ্ঠান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

স্টাফ রিপোর্টার ::
সাড়ে ৯ বছর পর সরকার নতুন করে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করেছে দেশের ২৭৩০ শিক্ষাপ্রতিষ্ঠানকে। এর মধ্যে সুনামগঞ্জ জেলার ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা এখন আনন্দে ভাসছেন। তবে যারা দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির আশায় ছিলেন তারা হতাশ হয়েছেন। বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় মাদরাসা, ভোকেশনাল, নিম্নমাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। এমপিও’র তালিকাভুক্ত দাখিল মাদরাসাগুলো হলো- তাহিরপুরের কলাগাঁও জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, দিরাইয়ের হাতিয়া পীর আকিল শাহ নেছারিয়া দাখিল মাদ্রাসা, জগন্নাথপুরের পূর্ব বুধরাইল আটঘর আউদত ইসলামিয়া দাখিল মাদ্রাসা, পীরেরগাঁও সুন্নিয়া দাখিল মাদ্রাসা, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বালিকান্দা আটপাড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, শাহজালাল জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সুনামগঞ্জ সদরের দারুল হুদা দাখিল মাদ্রাসা, ছাতকের বন্দরগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা, শাহ সুফী মোজাম্মিল আলী (রহ.) দাখিল মাদ্রাসা, দিঘলী রাহমানিয়া মহিলা দাখিল মাদ্রাসা, কালারুখা লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, জামেয়া-ই-ইসলামিয়া বনগাঁও দাখিল মাদ্রাসা, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা, গাবুরগাঁও দারুল কোরআন দাখিল মাদ্রাসা, দোয়ারাবাজারের নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসা, জগন্নাথপুরের রাণীগঞ্জ বাজার দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা, সুনামগঞ্জ সদরের আলহেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, ও ছাতক উপজেলার ছাতক জালালিয়া আলিম মাদ্রাসা। জেলায় একটি মাত্র কারিগরি প্রতিষ্ঠান বিশ্বম্ভরপুরের হাজেরা মুসলিম টেকনিক্যাল কলেজ এমপিওভুক্ত হয়েছে।
এমপিওভুক্ত ১৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হলো- জামালগঞ্জের আলহাজ ঝুনু মিয়া হাই স্কুল, তাহিরপুরের ব্রাহ্মণগাঁও আদর্শ হাই স্কুল, দিরাইয়ের মকসুদপুর হাই স্কুল, জগন্নাথপুরের শাহজালাল হাইস্কুল, সুনামগঞ্জ সদরের হাজী আব্দুস সাত্তার ও মরিয়ম জুনিয়র স্কুল, সদরের সৈয়দপুর জুনিয়র হাইস্কুল, ছাতকের আলহাজ আয়াজুর রহমান হাইস্কুল, দোয়ারাবাজারের হাজী নুরুল্লাহ তালুকদার দশগাঁও হাইস্কুল, ছাতকের সালেহা খাতুন কুড়শি হাই স্কুল, দোয়ারাবাজারের রাগিব রাবেয়া হাইস্কুল, ছাতকের শাহজালাল হাই স্কুল, দোয়ারাবাজারের বাঁশতলা চৌধুরী পাড়া শহীদ স্মৃতি হাইস্কুল এবং মুহিবুর রহমান মানিক সোনালী নুর হাইস্কুল।
মাধ্যমিক পর্যায়ে এমপিও তালিকাভুক্ত বিদ্যালয় ২৯টি। এগুলো হল- তাহিরপুরের চাঁনপুর হাই স্কুল, জনতা হাইস্কুল, ধর্মপাশার ভোলাগঞ্জ সর্বজনীন হাই স্কুল, গলহা হাইস্কুল, তাহিরপুরের বাগলী হাই স্কুল, জামালগঞ্জের আব্দুল মুকিত হাইস্কুল, দিরাইয়ের আলহাজ আব্দুল মোতালিব হাইস্কুল, দিরাইয়ের মাতারগাঁও মোহাম্মদিয়া হাইস্কুল, শাল্লার হাফিজ আলী হাইস্কুল, দক্ষিণ সুনামগঞ্জের জয়সিদ্ধি বসিয়া খাউরি হাইস্কুল, জগন্নাথপুরের পল্লবী আদর্শ হাইস্কুল, লামা টুকের বাজার হাইস্কুল, আব্দুস সোবহান হাইস্কুল, দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা হাইস্কুল, নোয়াখালি সপ্তগ্রাম হাইস্কুল, পঞ্চগ্রাম হাইস্কুল, সুনামগঞ্জ সদরের চৌদ্দগ্রাম হাইস্কুল, আব্দুল আহাদ শাহিদা চৌধুরী হাইস্কুল, অষ্টগ্রাম রাসগোবিন্দ হাইস্কুল, বিশ্বম্ভরপুরের বিশ্বম্ভরপুর গার্লস হাইস্কুল, ছাতকের চরমহল্লা বাজার হাইস্কুল, হাজী জামাল উদ্দিন হাইস্কুল, জালালাবাদ হাইস্কুল, এলপি হাইস্কুল, ইসলামপুর হাইস্কুল, সি বি পি হাইস্কুল, পালপুর হাইস্কুল, দোয়ারাবাজারের মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল খসরু হাইস্কুল এবং ছাতকের হাজী আব্দুল খালিক হাইস্কুল।
উচ্চ মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত ৩টি প্রতিষ্ঠান হল শাল্লার সিদ্ধেশ্বরী হাইস্কুল অ্যান্ড কলেজ, জগন্নাথপুরের নয়াবন্দর বিএল হাইস্কুল অ্যান্ড কলেজ এবং ছাতকের ঝিগলী হাই স্কুল অ্যান্ড কলেজ। জেলার স্নাতক পর্যায়ে একমাত্র জাউয়া ডিগ্রি কলেজ এমপিওভুক্ত হয়েছে।
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মণিসহ স্থানীয় সংসদ সদস্যদেরকে অভিননন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com