স্টাফ রিপোর্টার ::
জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মো. সাহান মিয়া (২০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সে তেঘরিয়া এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. আমিনুল ইসলাম, এএসআই মনির হোসেন ও এএসআই আব্দুল আজিমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের সদস্যরা দক্ষিণ আরপিননগর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৫৪ পিস ইয়াবাসহ সাহান মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইয়াবা ব্যবসায়ী সাহান গ্রেফতার

Leave a Reply