1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

সড়ক যেন জমির আইল : দুর্ভোগে ২০ হাজার মানুষ

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

শহীদনুর আহমেদ ::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের গুইড়া খাল সড়কটি পাখিমারা হাওরের ঢেউয়ের তা-বে নিশ্চিহ্ন প্রায়। সড়কের দু’পাশ ভেঙে বিলীন হয়ে গেছে। সড়কের একটি স্থানের মাটি পুরো সরে গিয়ে এপার-ওপার খালে পরিণত হয়েছে। ভাঙা অংশে বাঁশের সাঁকো দিয়ে কোনোমতে যাতায়াত করছেন স্থানীয়রা। দূর থেকে সড়কটি দেখলে মনে হয় জমির আইল। এক হাত পরিমাণ প্রস্থবিশিষ্ট এই আইলই চলাচলের একমাত্র ভরসা ইউনিয়নের কয়েকটি গ্রামের ২০ হাজার মানুষের। দীর্ঘদিন ধরে সড়কটিতে মাটি ফেলে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও হাটবাজারের সাথে ইউনিয়নবাসীর যোগাযোগ উন্নত করার দাবি উঠে আসলেও সংশ্লিষ্টদের কাছে বিষয়টি উপেক্ষিত থাকছে বলে অভিযোগ স্থানীয়দের। এ নিয়ে ক্ষোভের শেষ নেই স্থানীয় বাসিন্দাদের।
জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জের পাগলা-বীরগাঁও সড়কটি লাউয়া নদীর ব্রিজ পর্যন্ত পাকা রাস্তা। এখান থেকে যানবাহনযোগে অন্যত্র যাতায়াত করেন স্থানীয়রা। তবে লাউয়া নদীর ব্রিজ থেকে গুইড়াখাল সেতু পর্যন্ত প্রায় এক দেড় কিলোমিটার সড়ক কাচা অবস্থায় রয়েছে। বর্ষায় একটু পানি বাড়লেই তলিয়ে যায় সড়কের একাংশ। সবচেয়ে খারাপ অবস্থা পূর্বহাটি থেকে গুইড়াখাল পর্যন্ত। হাওরের দু’পাশের ঢেউয়ের তা-বে সড়কটি নিশ্চিহ্ন প্রায়। এলজিইডি’র অর্থায়নে গত বছর প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে গুঁইড়া খালের উপর একটি সেতু নির্মাণ হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি প্রায় অব্যবহৃতই রয়েছে। এই গুইড়া খাল সড়ক দিয়েই বীরগাঁও বাজার, স্থানীয় ইউনিয়ন পরিষদ, বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়, বীরগাঁও ইসলামীয়া দাখিল মাদ্রাসাসহ জেলা শহর ও বিভাগীয় শহরের যাতায়াত করে থাকেন স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার হাজার হাজার মানুষ।
বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুবাস দাশ বলেন, এক দেড় হাত রাস্তা দিয়ে কোনোভাবে বিদ্যালয়ে যাওয়া আসা করি। বৃষ্টিবাদলের দিনে খুব সমস্যা হয় আমাদের। ঝুঁকি নিয়েই প্রতিদিন কয়েকশ ছাত্রছাত্রী যাওয়া আসা করে থাকেন।
স্থানীয় ব্যবসায়ী মহিবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি করে আসছেন এলাকাবাসী। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। আগামী মৌসুমে এই সড়কে কাজ না হলে সড়কে এক মুঠো মাটিও থাকবে না। তখন স্থানীয়দের যাতায়াতে নৌকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই আগামী শুষ্ক মৌসুমে সড়কটি সংস্কারের দাবি জানান তিনি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নূর কালাম বলেন, আমরা সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট দপ্তরের দাবি জানিয়ে আসছি। গুইড়া খাল থেকে বীরগাঁও বাজার পর্যন্ত সড়কের পাকাকরণের কাজ শীঘ্রই শুরু হবে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন বলেন, লাউয়া নদী থেকে গুইড়াখাল পর্যন্ত সড়কে মাটি ফেলা ও পাকাকরণের জন্যে একটি প্রকল্প এলজিইডিতে পাঠানো হয়েছে। আশা করছি শীঘ্রই প্রকল্পের অনুমোদন হয়ে আসবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com