1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

খেলাঘরের মানববন্ধন : কাব্য কেন মাতৃহারা, জবাব দাও সমাজপতিরা

  • আপডেট সময় বুধবার, ২২ মে, ২০১৯


স্টাফ রিপোর্টার ::

ডা. প্রিয়াংকা তালুকদার শান্তা’র অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানববন্ধন করেছে খেলাঘর, সুনামগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার সকালে শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে খেলাঘরের নেতাকর্মীরা ‘কাব্য কেন মাতৃহারা, জবাব দাও সমাজপতিরা’সহ বিভিন্ন স্লোগান দেন।
জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা খেলাঘরের উপদেষ্টা যোগেশ্বর দাশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড চিত্তরঞ্জন দাশ, চন্দন কুমার রায়, স্বপন কুমার দাস, বিকাশ রঞ্জন চৌধুরী, অখিল চন্দ্র ধর, রবীন্দ্র চন্দ্র দেব, কানিজ সুলতানা, নির্মল ভট্টাচার্য্য, শিক্ষিকা কলি তালুকদার আরতি, খেলাঘরের সাংস্কৃতিক সম্পাদক অধ্যক্ষ মানিক মোহন চন্দ, কোষাধ্যক্ষ প্রদীপ পাল, প্রভাষক দুলাল মিয়া, ছাত্র ইউনিয়ন নেতা দুর্যোধন দুর্জয়, আসাদ মণি, সানন্দ বর্মণ, দুর্জয়, পাপ্পু সরকার, রাজিব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ডা. প্রিয়াংকা তালুকদার শান্তা’র অস্বাভাবিক মৃত্যু প্রতিটি হৃদয়বান মানুষকে নাড়া দিয়েছে। এমন মৃত্যু কখনোই কাম্য হতে পারে না। আমরা এই অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার চাই। ডা. প্রিয়াংকার একমাত্র সন্তান কাব্য আজ মাতৃহারা। যাদের কারণে সে মাতৃহারা হয়েছে তাদেরও বিচার করতে হবে।
বক্তারা আরো বলেন, বর্তমান সামাজিক অবক্ষয় থেকে রক্ষা পেতে পারিবারিক বন্ধনকে আরো দৃঢ় করতে হবে। সামাজিক যোগাযোগ শুধু ফেসবুক, টুইটারে সীমাবদ্ধ না রেখে বাস্তবিক যোগাযোগ রাখতে হবে। বিশেষভাবে কন্যাসন্তানদের প্রতি আলাদা মনোযোগ দিয়ে সমাজে তাদের ভয়মুক্ত পরিবেশ বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সামাজিক অনাচার প্রতিরোধে পাড়ায় পাড়ায় ব্রিগেড গড়ে তুলতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com