1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:০৯ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

কৃষক নেতা আজাদ হত্যার বিচার চাই

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯

যে-কোনও মৃত্যু মর্মান্তিক। এমনকি মাঝেমাঝে কোনও কোনও পশুপাখির মৃত্যুও মানুষের মনকে ক্ষত-বিক্ষত করে। কিন্তু মানুষের মৃত্যু আক্ষরিক অর্থেই ব্যতিক্রম। বোধ করি যে-কোনও মানুষের মৃত্যু দু’রকম মানুষকে দু’ভাবে আলোড়িত করে। এমন উদাহরণ আছে, বঙ্গবন্ধুর মৃত্যুতে গ্রামের একজন বৃদ্ধকে হাউমাউ করে কাঁদতে দেখা গেছে, যিনি জীবনে বঙ্গবন্ধুকে চোখে দেখেননি, আর অন্যদিকে কোনও কুলাঙ্গার হয় তো আনন্দে মিষ্টি বিতরণ করেছে। এই কুলাঙ্গাররা পৃথিবীতে ছিল এবং এখনও আছে এবং বোধ করি থাকবে, বিশেষ করে পুঁজিবাদ যতো দিন পৃথিবীতে টিকে থাকবে এবং শেখ মুজিবের মতোই আরও অনেক জোয়ান অব আর্ক, সক্রেটিস, যীশু, মার্টিন লুথার কিং, আলেন্দে, চে গুয়েভারা, লুরকা, মহাত্মা গান্ধি, ইন্দিরা গান্ধি, রাজীব গান্ধি, বেনজির ভুট্টো, রাজিব গান্ধিকে হত্যা করা হবে।
মানুষ পৃথিবীতে কম মৃত্যু প্রত্যক্ষ করেনি। মধ্যপ্রাচ্যে ক্রুসেড চলেছে ২০০ বছর, প্রায় ৫০০০ বছর আগে থেকে আজও অবধি ফিলিস্তিন-ইসরাইল দ্বন্দ্ব চলছে, দুইটি মহাযুদ্ধ হয়ে গেছে, ক্ষণে ক্ষণে স্থানে স্থানে দুর্ভিক্ষ লাগানো হয়েছে, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় আদিবাসী নির্মূল অব্যাহত আছে, বর্ণবাদী কিংবা মৌলবাদী সন্ত্রাস অথবা সাম্রাজ্যবাদী আগ্রাসন চলছে প্রতিনিয়ত, পারমাণবিক সন্ত্রাস ঝুলছে পৃথিবীর মাথার উপর। আমরা বাংলাদেশের মানুষেরা একাত্তরে ৩০ লক্ষ মানুষের মৃত্যু প্রত্যক্ষ করেছি। তাছাড়া দেশে দেশে গ্রামে-গঞ্জের অলিতে-গলিতে, মাঠে-ময়দানে খুন করছে মানুষ মানুষকে, এমনকি নারী ও শিশুরা পর্যন্ত বাদ যাচ্ছে না। সম্প্রতি নিউজিল্যান্ডে মসজিদে আক্রমণ করে ৫০ জনকে হত্যা করেছে এক পাষ-। ক’দিন আগে আমাদের সুনামগঞ্জে দুর্বৃত্তদের আক্রমণে আহত হয়ে গত রোববার রাতে কৃষক নেতা আজাদ মিয়া মৃত্যুবরণ করেছেন। তিনি হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের একজন নেতৃস্থানীয় ছিলেন।
উপরে উল্লেখিত লক্ষ কোটি মানুষের মৃত্যু স্বাভাবিক কোনও মৃত্যু নয়। কোনও না কোনওভাবে ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষই এইসব মানুষকে মেরে ফেলেছে। এইসব মৃত মানুষের মৃত্যুর পরিপ্রেক্ষিত প্রকৃতপ্রস্তাবে মানুষই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করেছে। পৃথিবীতে কোথাও কোনও যুদ্ধ বা দুর্ভিক্ষ এমনি এমনি হয়ে যায় না। এমনকি বর্তমানে আবির্ভূত প্রাকৃতিক দুর্যোগগুলোর জন্যও দায়ী মানুষই। মানুষই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে এইসব দুর্যোগকে আমন্ত্রণ করছে এবং প্রকারান্তরে প্রাকৃতিক দুর্যোগে মানুষের প্রাণহানি নিছক প্রাণহানি নয়, চূড়ান্ত বিবেচনায় এই প্রাণহানিকে খুন বলাই অধিক সঙ্গত।
এইসব খুনের বিচার পৃথিবী কোনও দিন করতে পারবে কি না জানি না। বঙ্গবন্ধুর সকল খুনির বিচার এখনও করা যায়নি। পৃথিবীকে মানুষ এখনও অদৃশ্য, অশুভ ও খুনি শক্তির হাত থেকে মুক্ত করতে পারেনি। সে লড়াই চলছে। যে-লড়াইয়ে জয় লাভ করে মানুষ এমন এক পৃথিবী গড়ে তোলবে যেখানে কেউ কাউকে খুন করবে না। জানা কথা, আইনের বিভিন্ন ফাঁক-ফোকর গলে খুনিরা প্রায়শই পার পেয়ে যায়। এমনকি টাকার জোরে আইনকে আত্মরক্ষার্থে ব্যবহারও করা সম্ভব হয়ে উঠে। যে-জন্য লোকে বলে টাকার পুতের পতন নাই। তারপরও আমরা আশা করছি, সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে, কৃষক নেতা আজাদ মিয়ার খুনিদের খোঁজে বের করা হবে এবং তাদের বিচারের সম্মুখিন করা হবে অচিরেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com