স্টাফ রিপোর্টার ::
প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট (বিভাগীয় পর্যায়)-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড টুর্নামেন্টটি আয়োজন করেছে। ব্যবস্থাপনায় রয়েছে সুনামগঞ্জ ক্রীড়া সংস্থা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে ও সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নাজির আহমেদ চৌধুরী, পারভেজ আহমেদ চৌধুরী, সিরাজুর রহমান সিরাজ, বিসিবি’র কাউন্সিলর ও সুনামগঞ্জ ক্রিকেট বিভাগ স¤পাদক রেজওয়ানুল হক রাজা, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন প্রমুখ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মুখোমুখি হয় মৌলভীবাজার জেলার কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়। টস জিতে ব্যাট করতে নেমে জুবিলী ৩৫ ওভার ৫ বলে সবগুলো উইকেট হারিয়ে ১০৮ রান করে। দলের হয়ে মুন্না ১৯, রুদ্র ১৮ ও রাজীব ১৭ রান করেন। আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের আল-আমিন ও রাকিব ৩টি করে উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে ১২ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে ৩২ রান সংগ্রহের পর কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ খেলতে রাজি না হওয়ায় জুবিলী উচ্চ বিদ্যালয়কে জয়ী ঘোষণা করা হয়।
ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন আহমেদ মুজতবা রাজি ও ওয়াসিম বখত। স্কোরার ছিলেন রবিউল ইসলাম।
জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন : জয় পেয়েছে জুবিলী

Leave a Reply