1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:০০ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

দুর্বৃত্তায়িত প্রভাবশালীর প্রভাব থেকে দেশকে মুক্ত করতে হবে

  • আপডেট সময় বুধবার, ৬ মার্চ, ২০১৯

প্রভাব ভালো না খারাপ, তা নিয়ে গবেষণা হতেই পারে। আর প্রভাবশালী বলে একটা কথা আছে। রবীন্দ্রনাথ একজন প্রভাবশালী। তিনি মানুষকে প্রভাবিত করতে পারেন। তাই বলে রবীন্দ্রনাথের প্রভাবে আর একজন রবীন্দ্রনাথ পাওয়ার প্রত্যাশা করে না সমাজ। সমাজ চায় রবীন্দ্রনাথের প্রভাবে অন্য যে-কোন লোকের ব্যক্তিত্বের এমন বিকাশ ঘটুক যাতে তার ব্যক্তিত্ব পরিপূর্ণতা অর্জন করে এবং সমাজের জন্য সে-ব্যক্তিত্বের প্রভাব হয় কল্যাণকর। এই অর্থে কার্যকর প্রভাব সমাজের মঙ্গল ছাড়া অমঙ্গল করে না। কিন্তু প্রকৃতপ্রস্তাবে প্রভাবের অমঙ্গলকর প্রাদুর্ভাবই সমাজের যত্রতত্র পরিলক্ষিত হচ্ছে।
সারাদেশে প্রকাশিত গতকালের যে-কোনও পত্রিকায় সে-অমঙ্গলকর প্রভাবের বিস্তর বিবরণ পাওয়া যেতে পারে। অর্থাৎ দেশের বিভিন্নস্থানে বিভিন্ন ধরনের প্রভাবে প্রভাবিত হয়ে বিভিন্ন ঘটনা সংঘটিত হচ্ছে। গতকাল সুনামকণ্ঠের এক সংবাদে আব্দুল হক নামের এক মাওলানার প্রভাবের কথা বলা হয়েছে। তিনি হতদরিদ্র পরিবারের এক তরুণীকে ধর্মীয় কথাবার্তায় মোহাচ্ছন্ন করে স্ত্রীর সহায়তায় ধর্ষণ করে আসছিলেন, দীর্ঘ দশ বছর যাবৎ। মাওলানা আব্দুল হকের প্রভাব এমনই। তার প্রভাবে এলাকায় এই ফতোয়া পর্যন্ত জারি হয়েছে যে, ধর্ষণের ঘটনা প্রকাশ করা পাপ। তার প্রবল প্রভাবে তার স্ত্রীর নাম পুলিশের দাখিলকৃত অভিযোগ থেকে বাদ পড়ে গেছে। আর একটি সংবাদ থেকে জানা যায় গৌরারং ইউনিয়নের এক পরিষদ সদস্য একটি মেয়েকে বিদেশে চাকরি দেবার নাম করে ঢাকায় নিয়ে গিয়ে মেয়েটির সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করে তাকে অন্তঃসত্ত্বা করে এখন অস্বীকার করছেন এবং ঘটনা পরম্পরায় প্রতিবাদী মেয়েটি ও তার পরিবারের উপর যারপরনাই ক্ষিপ্ত হয়ে উঠেছেন এবং ইতোমধ্যে মেয়েটিকে মারধর করেছেন। এটিও একটি প্রভাবের মহিমা সংক্রান্ত ঘটনা। গতকালের অন্য একটি পত্রিকা জানিয়েছে- ছাতকের এক বাড়িতে ময়মনসিংহের গফরগাঁও থেকে অপহরণকৃত দশম শ্রেণির এক ছাত্রীকে এক সপ্তাহ ধরে আটকে রাখা হয়েছে। পত্রিকায় লেখা হয়েছে, ‘এলাকায় প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস দেখাচ্ছে না।’ পত্রিকায় অন্যত্র ফসলরক্ষা বাঁধের কাজের অগ্রগতি সংক্রান্ত এক প্রতিবেদনে লেখা হয়েছে, ‘প্রকল্প কমিটির লোকজন স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যানের স্বজন হওয়ায় কাজ আদায়ে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনের লোকজনকে। প্রকল্পগুলোর প্রভাবশালী সভাপতি-সম্পাদককে খুঁজে পাচ্ছে না প্রশাসনের লোকজন।’
প্রভাবশালীদের প্রভাবের বিষয়ে বোধ করি এর বেশি আর উদাহরণ হাজির করার দরকার নেই। এমন হাজার হাজার ‘খুঁটির জোরে ছাগল নাচে’র উদাহরণ যে-কেউ একটু চেষ্টা করলেই দাখিল করতে পারবেন। আমাদের কথা হলো এখন দেশকে সর্বাগ্রে দুর্বৃত্তায়িত প্রভাবশালীর প্রভাব থেকে মুক্ত করতে হবে। এর কোনও বিকল্প নেই। দুর্বৃত্তায়িত প্রভাবশালীর প্রভাব থেকে মুক্ত হতে আলাদা প্রযতœ নিতে হবে। সে জন্য যে-আর্থসামাজিক বিন্যাসের ভেতরে সমাজের জন্য এইরূপ ক্ষতিকর প্রভাব বিস্তারের উত্তম ক্ষেত্র তৈরি হয় প্রতিনিয়ত, সে-আর্থসামাজিক বিন্যাসটাকে বদলে দেওয়ার চেষ্টায় সচেষ্ট হয়ে উঠতে হবে আজকের প্রতিটি রাজনীতিক ও সামাজিক সংগঠনকে, অন্যথায় এই প্রভাব বিস্তারকারী দানবদের অত্যাচার থেকে কেউই রক্ষা পাবে না, পুরো দেশটাই নির্যাতিত হতে থাকবে, যতোই দুর্বৃত্তায়নকে শূন্যসহনশীলতা দেখানো হোক না কেন? ভুলে গেলে চলবে না, এখন দুর্বৃত্তই সবচেয়ে বেশি প্রভাবশালী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com