1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

মুক্তিযুদ্ধের সংগঠক হোসেন বখত-এর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা : তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন

  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০১৯

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে মুক্তিযুদ্ধের সংগঠক হোসেন বখত-এর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, চিত্রাংকন ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতায় শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্বাধীনতা শিশু কিশোর পরিষদের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা শিশু কিশোর পরিষদের সভাপতি সৈকতুল ইসলাম শওকত। রোকশানা আক্তার শশী’র পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন, লেখক ও কলামিস্ট অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, নারীনেত্রী শীলা রায়, প্রফেসর দিলীপ কুমার মজুমদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. চাঁন মিয়া, শিক্ষাবিদ যোগেশ্বর দাশ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন, জেলা আ.লীগ নেতা অ্যাড. নজরুল ইসলাম, মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ।
স্মরণসভায় বক্তারা বলেন, ১৯৭৩ সনের ২ মার্চ মৃত্যুবরণ করেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হোসেন বখত। সুনামগঞ্জে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠার অন্যতম কারিগর তিনি। তাঁর নেপথ্য নেতৃত্বে সুনামগঞ্জে আওয়ামী লীগ শক্ত ভিত্তি পায়। হোসেন বখত ছিলেন প্রচারবিমুখ মানুষ। মানবকল্যাণে নিজের জীবনকে তুচ্ছজ্ঞান করেছেন নিরন্তর। নিজে দুই ছেলেকে নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। ছিলেন সর্বদলীয় সংগ্রাম পরিষদের সক্রিয় সদস্য।
বক্তারা আরো বলেন, হোসেন বখত একটি নাম, একটি ইতিহাস। সৎ, সজ্জন, বিনয়ী, নির্ভীক এমন অনেক গুণে গুণান্বিত ছিলেন তিনি। দলমত নির্বিশেষে সবার কাছে ছিলেন অত্যন্ত প্রিয় মানুষ। দুর্নীতি, স্বজনপ্রীতি, অন্যায়, অবিচার থাকে কখনো স্পর্শ করতে পারেনি। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ঝন্টু তালুকদার, পৌর আ.লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক শামসুল কাদির মিছবাহ, সাংবাদিক আমিনুল হক, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আরিফ উল আলম, আনিছুজ্জামান রহমান মাছুম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com