1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০২:১৩ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

বিদ্যুতের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় শনিবার, ২ মার্চ, ২০১৯

বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মাছিমপুরে দ্রুত বিদ্যুৎ সংযোগ স্থাপন ও মোবাইল ফোন নেটওয়ার্ক সুবিধা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মাছিমপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তাগণ বলেন, ধনপুর ইউনিয়নের সোনাতলা, মাছিমপুর, সরূপগঞ্জ ও মহেন্দ্রনগর গ্রাম সমূহে বিদ্যুতের খুঁটি বসানো হলেও দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ সংযোগ স্থাপন হয়নি। অন্যদিকে মেঘালয়ের পাদদেশে অবস্থিত এ গ্রাম সমূহে মোবাইল ফোনের পূর্ণ নেটওয়ার্ক সুবিধা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার মানুষ। বক্তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ ও মোবাইল ফোন নেটওয়ার্কের পূর্ণ সুবিধা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।
ধনপুর ইউপি সদস্য নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সমাজকর্মী শেখ দেলোয়ার হুসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা লাল মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা সাহেব আলী, মুক্তিযোদ্ধা আলতাব মিয়া, মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, সেনা সার্জেন্ট (অব.) তারা মিয়া, প্রবাসী সাইদুল ইসলাম, বিশ^ম্ভরপুর উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সহ-সভাপতি ফারুক মিয়া, পল্লী চিকিসৎক হুমায়ুন কবির, এমরান কবির, আহাদ মিয়া, ব্যবসায়ী ওমর আলী, রাশিক আহমেদ, সাইফুল ইসলাম, আলকাছ মিয়া, ইউসুফ আলী, নজরুল ইসলাম, আশিকনুর, আমির আলী, স্বপন মিয়া, আলমগীর, মামুনুর রশিদ, মাসুম, সিরাজ, সামছু মিয়া, আব্দুল কাদির, ফটোগ্রাফার প্রাণেশ দেবনাথ শ্রাবণ, কালাম মিয়া, আলী হোসেন, আব্দুর রউফ, শেখ মুজিবুর রহমান, ইন্তাজ উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com