1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

সাড়ে ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস : মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে আহ্বান

  • আপডেট সময় বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯

স্টাফ রিপোর্টার ::
বিভিন্ন সময়ে আটক ও উদ্ধারকৃত গাঁজা, বিড়ি ও দেশি-বিদেশি মদসহ প্রায় ৩ কোটি ৬৬ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সুনামগঞ্জ। মঙ্গলবার দুপুর ১২টায় ব্যাটালিয়ন ক্যাম্পের ভেতরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি জানায়, ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের ২০ জানুয়ারি পর্যন্ত আটককৃত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মাদকদ্রব্য ধ্বংসকরণের আগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম।
মেজর মো. জালাল উদ্দিন জায়গীরদার-এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিবি সিলেট সদর দপ্তরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্নেল মো. শহিদুল ইসলাম (পিএসসি)। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, পুলিশ সুপার পিপিএম মিজানুর রহমান, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পরাগ কান্তি দে, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিজন সেন রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাজেদুল হাসান। সভায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তুহিন নূর।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মো. শহিদুল ইসলাম (পিএসসি) বলেন, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ। এই দেশে কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। মাদকের ছোঁয়ায় বর্তমানে অনেক তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সীমান্তে সর্বক্ষণ নজরদারির মাধ্যমে মাদকের চালান কমে গেছে। ভবিষ্যতে তা শূন্য কোঠায় চলে যাবে।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে কি একাই পুলিশ-বিজিবি কাজ করবে? না আপনাদেরও কাজ করতে হবে। আপনারা সমাজের প্রতিনিধি। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনাদেরকেও আমাদের সাহায্য করতে হবে। মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
উপ-মহাপরিচালক মো. শহিদুল ইসলাম আরো বলেন, পিতা-মাতাদের উদ্দেশ্যে বলতে চাই- আপনারা আপনাদের সন্তানদের উপর নজর রাখবেন। এখনের সময়টা অনেক প্রতিকূল তাদের জন্যে। আগে একটা সময় ছিল পিতামাতা নির্ভয়ে থাকতে পারতেন কিন্তু এখন আর এই সময় নেই।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে, প্রতিরোধ করতে হবে।
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করছে বিজিবি। সতর্ক অবস্থানে থেকে পুলিশ, র‌্যাব, বিজিবি এক সাথে কাজ করছে। মাদক নিয়ন্ত্রণে আমাদের জিরো টরারেন্স নীতি অটল থাকবে।
সভাপতির বক্তব্যে বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম বলেন, বাংলাদেশ এখন পৃথিবীর ৪২তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। ৩০ কিংবা ৩১ সালের মধ্যে ২৫তম শক্তিতে পরিণত হবে। দেশের এমন উন্নতিতে অনেকে ঈর্ষান্বিত। একটি চক্র দেশের যুবসমাজকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। অসাধু ব্যবসায়ীরা সীমান্ত এলাকা দিয়ে মাদকদ্রব্য দেশে নিয়ে আসছে। এদের প্রতিহত করতে হবে। এখন পর্যন্ত আমরা ১১৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছি।
এসময় উপস্থিত সকল শিক্ষার্থী ও অতিথিদের মাদকের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান পুলিশ সুপার পিপিএম মিজানুর রহমান।
পরে মাদকবিরোধী নাটক মঞ্চস্থ করে স্বপ্নডানা নাট্যগোষ্ঠী। এছাড়া জারিগান পরিবেশন করেন বাউল শাহজাহান ও তাঁর দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com