1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  • আপডেট সময় শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯

সুনামকণ্ঠ ডেস্ক ::
নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বৃহ¯পতিবার দিবসটি উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
ওইদিন দুপুরে শহরের রমিজ বিপণিস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু।
যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুর আহমদ-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, সদস্য সবুজ কান্তি দাস, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, সহ-সভাপতি পিন্টু বণিক, যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রায়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জয়ন্ত বণিক, জাকির হোসেন পুলক, সাংগঠনিক সম্পাদক এনাম আহমেদ, আব্দুর রাজ্জাক, সুমন আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি দিপঙ্কর কান্তি দে, সহ-সভাপতি গৌতম তালুকদার দীপ, সহ-সভাপতি লিংকন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জগৎজ্যোতি রায় প্রমুখ।
এদিকে, জগন্নাথপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা আ.লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, রাণীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজলুল হক, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী আবদুল গফুর, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, এম ফজরুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহির আলী, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ।
এদিকে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী তহুর আলী। সাধারণ স¤পাদক আতাউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের রাজনৈতিক সচিব আবুল হাসনাত, জেলা কৃষকলীগ সদস্য মাসুক মিয়া, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মো. জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, আফরোজ মিয়া, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক স¤পাদক মো. নুর আলম, উপজেলা যুবলীগ সদস্য মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক স¤পাদক বরুণ কান্তি দে প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com