1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

শাল্লায় উদীচীর স্মরণসভা

  • আপডেট সময় রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

শাল্লা প্রতিনিধি::
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যদের উপর জঙ্গিবাদীগোষ্ঠী বোমা হামলা চালালে সেই নৃশংস হামলায় নিহতদের স্মরণে শাল্লায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা উদীচীর অস্থায়ী কার্যালয়ে শাল্লা শাখার সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও সম্পাদক চম্পা তালুকদারের সঞ্চালনায় স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গিরিধর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক উপেন্দ্র কুমার দাশ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপদেষ্টা অধ্যাপক কানাই লাল সরকার, আজমান গণি তালুকদার, জহরলাল সরকার, সিনিয়র সহ-সভাপতি রবীন্দ্র চন্দ্র দাশ, সহ-সভাপতি কানন বালা সরকার, নিহার রঞ্জন দাশ, যুগ্ম-সম্পাদক শর্বরী মজুমদার, সাংগঠনিক সম্পাদক জ্যোতির্ময় চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জয়ন্ত সেন, সংগীত বিষয়ক সম্পাদক ইন্দ্রজিত দাশ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই নেত্রকোনা, যশোহর ও ঢাকাসহ উদীচীর নিহত সদস্যদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
উল্লেখ, ২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোনা জেলায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যদের উপর বোমা হামলা চালায় জঙ্গিবাদীগোষ্ঠী। বর্বরোচিত বোমা হামলায় জেলা সংসদের সদস্য খাজা হায়াদার, সুদীপ্ত পাল শেলীসহ অনেকই নিহত হন। আহত হন আরো অনেকই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com