ধর্মপাশা প্রতিনিধি::
‘আঁধার বৃত্তে আগুন জ্বালো,আমরা যুদ্ধ আমরা আলো’ শ্লোগানকে সামনে রেখে শিল্প-সংগ্রামের বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫০বছর পূর্তি উদযাপনে উদীচীর ধর্মপাশা উপজেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদীচীর ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি চয়ন কান্তি দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সেলিম আহম্মেদ। উদীচীর ধর্মপাশা উপজেলা শাখার দপ্তর সম্পাদক এম এম এ রেজা পহেলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সাংবাদিক সালেহ আহমদ, উদীচীর ধর্মপাশা উপজেলা শাখার সহসভাপতি নিয়তি রাণী তালুকদার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবি আনিসুল হক লিখন, সদস্য অসীম চন্দ্র শীল প্রমুখ। আলোচনা সভা শেষে উদীচীর ধর্মপাশা উপজেলা শাখার কোষাধ্যক্ষ লিটন দাস, সদস্য পার্থ মল্লিক, পারভেজ আহমেদ, বাবুল মিয়া, কামরুজ্জামান উজ্জ্বল, দুলাল মিয়া ও অতিথি শিল্পী গোপাল মল্লিক এবং ফারুক আহমেদ সংগীত পরিবেশন করেন।
উদীচীর ৫০বছর পূর্তি উপলক্ষে ধর্মপাশায় আলোচনা সভা

Leave a Reply