1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:৩১ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

প্রধানমন্ত্রী হাওরাঞ্চলের উন্নয়নের জন্য মহাপরিকল্পনা হাতে নিয়েছেন : এমপি জয়া সেন

  • আপডেট সময় শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮

শাল্লা প্রতিনিধি ::
সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, বাংলাদেশ বিশ্বের কাছে এখন উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিন। গত বছর মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দেখতে শাল্লায় এসেছিলেন। তিনি হাওরাঞ্চলের উন্নয়নের জন্য মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। হাওরের মানুষের ভাগ্য পরিবর্তন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কোনো অভাব নেই। একটু অপেক্ষা করুন, ভাটির উন্নয়ন অবশ্যই হবে।
শুক্রবার দুপুরে শাল্লা উপজেলার আনন্দপুর গ্রামবাসীর আয়োজনে আনন্দপুর বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ চক্রবর্তীর সভাপতিত্বে ও বিকাশ রঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বর্ষিয়ান রাজনীতিবিদ ও বাহাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান রামানন্দ দাস, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার, শাল্লা ইউপি’র সাবেক চেয়ারম্যান আজমান গণি, হবিবপুর ইউপির সাবেক চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের উপদেষ্টা কালাই মিয়া তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল বারি লেলিন, সাংবাদিক পিসি দাস পীযুষ, শাল্লা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, ২নং ওয়ার্ড সদস্য সুব্রত সরকার, বাজার কমিটির সভাপতি রণজিত রায়, মনোহর রায় প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন রথীন্দ্র চন্দ্র সরকার।
সভা শেষে গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে কুশল বিনিময় করেন এমপি। পরে বিকেলে শাল্লা সদরে আসেন তিনি। এসময় শাল্লা উপজেলা আ’লীগসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে ড. জয়া সেনগুপ্তা এমপিকে স্বাগত জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com