সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উন্নয়নের প্রতিক নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। দেশবাসীর প্রিয় প্রতীক নৌকা হচ্ছে সাম্য ও সম্প্রীতির প্রতীক। নৌকার বিজয় হলে সমাজ ও রাষ্ট্রে সম্প্রীতির বন্ধন দৃঢ় হয়।
শনিবার তাহিরপুর উপজেলার বড়চরা, চারাগাঁও, বাগলি, চানপুর বাজার, মধ্যনগর থানার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের গিলাচরা, বাঙ্গাল ভিটা, মিঠাইয়ে গণসংযোগকালে তিনি কথাগুলো বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, মধ্যনগর থানা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক আলমগীর খসরু, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুশেন বর্মণ, সাধারণ সম্পাদক ইমরান হুসেন বিপক, উপজেলা আওয়ামী লীগ সদস্য আজিজুল হক, যুবলীগ নেতা সুজিত সরকার, মধ্যনগর থানা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুব্রত সামন্ত সরকার, সহ সাহিত্য সম্পাদক রুকন মিয়া, জেলা ছাত্রলীগ নেতা বিধান দাস, উপজেলা ছাত্রলীগ নেতা রিজভী আহমেদ, বিশ্বজিত, নারজেল, সুলেমান, তাজুল ইসলাম, ফারুক তালুকদার, আব্দুস সাত্তার, নাজিম উদ্দিন, হিতেন্দ্র রেমা, সিদ্দিক আলী, আওয়ামী লীগ নেতা দাউত মারাক, ট্রাইবাল চেয়াম্যান আশুতোষ হাজং, আদিবাসী নেতা রিজিন্দ্র হাজং, যুবলীগ নেতা ইদ্রিছ হাজং, কুমেত হাজং, ওয়ার্ড যুবলীগ সভাপতি মছরব আলী, যুবলীগ নেত্রী স্বপ্না রানী হাজং, আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত হাজং, সুজি চন্দ্র হাজং, রবিন্দ্র হাজং, চালান হাজং প্রমুখ। -সংবাদ বিজ্ঞপ্তি
তাহিরপুরে অ্যাড. রনজিত সরকারের গণসংযোগ

Leave a Reply