জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। জগন্নাথপুর পৌর শহরের ৫নং ও ৬নং ওয়ার্ডের উদ্যোগে স্থানীয় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে। শনিবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বাসুদেব বাড়ি ফুটবল ক্লাবকে হারিয়ে রংধনু ফুটবল ক্লাব বিজয়ী হয়। বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না। এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী রাহিম উল্লাহ, আবদুল তাহিদ, আলী হোসেন খান, আমিরুল হক, আবুল মিয়া, এনামুল হক, শাহিন মিয়া, আবরু মিয়া, শামসুল হক, বশর মিয়া, রিপন মিয়া, আলিফ মিয়া, সাজুল মিয়া প্রমুখ।
জগন্নাথপুরে ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

Leave a Reply