1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

অদৃষ্টবাদ সমীপে : নির্মল ভট্টাচার্য

  • আপডেট সময় বুধবার, ১৩ জুন, ২০১৮

চলে যেতে হবে একদিন, সব কিছু ছেড়ে – তো যাব
ছিন্ন হবে সব মায়াজাল, ¯েœহ, প্রেম ভালবাসা – তা হোক
আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কেউ যাবেনা সাথে – না যাক
অর্থ-কড়ি, গাড়ি-বাড়ি সহায় সম্পদ সব পড়ে রবে – তা থাক।
জন্মাবধি হতাশার বাণী, কতসব হিতোপদেশ গ্রন্থ-কিতাবে,
গুরুমুখে। চলেতো যেতেই হবে, মেনেতো নিতেই হবে, তবু
অনলস হা-হুতাশ, লোভার্ত বিলাপ। যাব যাক্, হোক্ থাক সাফ জবাব।
নৈরাশ্যবাদীরা জন্ম নেয় যুগে যুগে, হতাশা ছড়ায়, পৃথিবীর
আলো-হাওয়া জল, ফলমূল খেয়ে বেড়ে ওঠে, পৃথিবীকে বলে খেলাঘর
জন্মের পর যার কোলে ঠাঁই, মরণেও তারই বুকে, তবু ঋণ তার অন্যখানে।
পরীক্ষা দিতে এখানে আসা, প্রস্তুতি নিতে ওপারের- যেখানে মৃত্যু নেই আছে
অনন্ত জীবন, অবিরাম শান্তিধারা। আছে সুরা, আছে অপ্সরা ফল-মূল
সুশোভিত পুষ্পকানন- চাওয়ামাত্রই সব তোমাতে হাজির- ইচ্ছার দাস এরা সব।
তবে, যদি হতে চাও তা, পেতে চাও সুখ-উপভোগ ভরা অশেষ জীবন,
পরীক্ষায় পেতে হবে প্লাস। পরীক্ষক বড়ই কঠিন, সবার অলক্ষে বসা, তবু কেউ তার
লক্ষ্যমুক্ত নয়। পরীক্ষা দিচ্ছি সবাই- ফলাফল কারো জানা নেই, আশ্চর্য !
আমরা মানুষ, ভালকে বরণ করি, মন্দ এড়িয়ে চলি। আমাদের মানবীয়
অনুভূতি আছে, অন্যের সুখে-দুখে সাথী হতে চাই, প্রেরণা যোগাই সংশয়-সংকটে।
তবু নিজেকে পাপী ভাবা কেন? বার বার কেন ক্ষমা চাওয়া? পৃথিবীটা কেন খেলাঘর?
আর ‘পরলোক’, সত্যিই যদি থেকে থাকে তা, এর সব সুন্দর- উপভোগ্য সব আমরা পাব
নরক-যন্ত্রণা? কাম্য নয় কারো, হোক সে পাপী, অধার্মিক-দুরাচারী, দাতার কাছেই তা থাকুক জমা।
২০.০৫.২০১৮খ্রি.

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com