1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

বিএনপি’র দলীয় মনোনয়ন পেলেন যাঁরা

  • আপডেট সময় রবিবার, ৮ মে, ২০১৬

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের চার উপজেলা (বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর)-এর ইউপি নির্বাচনে চেয়ারম্যানপদে বিএনপি’র দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
তাহিরপুর উপজেলায় বিএনপি’র দলীয় মনোনয়ন পেয়েছেন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নে হাজী খসরুল আলম, ২নং শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে যুবদল নেতা আলী আহমদ মুরাদ, ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে বিএনপি নেতা হাজী আজাহার আলী, ৪নং বড়দল উত্তর ইউনিয়নে বিএনপি নেতা আবুল কাশেম, ৫নং বাদাঘাট ইউনিয়নে বিএনপি নেতা মো. আবু সায়েম, ৬নং তাহিরপুর সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বোরহান উদ্দিন, ৭নং বালিজুরি ইউনিয়নে উপজেলা শ্রমিকদল আহ্বায়ক ফেরদৌস আলম। তাছাড়া জাতীয় পার্টি থেকে দু’টি ইউনিয়নে লাঙ্গল প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন বালিজুরি ইউনিয়নে উপজেলা জাতীয় পার্টি সভাপতি নজির হোসেন, বাদাঘাট ইউনিয়নে উপজেলা জাপার সিনিয়ির সহ-সভাপতি হুমায়ুন পাঠান।
ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নে বিএনপির মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। শনিবার রাত আটটায় বিএনপি’র গুলশান কার্যালয়ে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এতে ধর্মপাশা সদর ইউনিয়নে নুরুল ইসলাম, সেরবরষ ইউনিয়নে আলী আমজাদ, পাইকুরাটি ইউনিয়নে মাহবুব মোর্শেদ খোকন, জয়শ্রী ইউনিয়নে ইকবাল হোসেন মন্টু, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে আ. রহিম, সুখাইড়র রাজাপুর দক্ষিণ ইউনিয়নে নুরুজ্জামান, মধ্যনগর ইউনিয়নে আবদুল কাইয়ূম মজনু, চামরদানি ইউনিয়নে সবুজ মিয়া, বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে বিল্লাল হোসেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে আবুল কাশেমকে মনোনয়ন দেওয়া হয়।
বিশ্বম্ভরপুর উপজেলার উপজেলার ৫টি ইউনিয়নে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। ধনপুর ইউনিয়নে প্রিন্সিপাল সৈয়দ রমিজ উদ্দিন, পলাশ ইউনিয়নে ফুল মিয়া, ফতেপুর ইউনিয়নে হাজী শাহাব উদ্দিন শাবুল, বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. ছবাব মিয়া, সলুকাবাদ ইউনিয়নে কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক মোহন মিয়া বাচ্চু দলীয় মনোনয়ন পেয়েছেন।
জামালগঞ্জ উপজেলার ৪ ইউনিয়নে বিএনপি’র দলীয় মনোনয়ন পেয়েছেন ফেনারবাঁক ইউনিয়নে জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. জুলফিকার চৌধুরী রানা, ভীমখালী ইউনিয়নে অ্যাড. শাহিনুর রহমান শাহীন, সাচনাবাজার ইউনিয়নে উপজেলা বিএনপি নেতা মো. মাসুক মিয়া ও বেহেলী ইউনিয়নে মকসুদুর রহমান।
এদিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ-উর রহমান জানান, জামালগঞ্জে ৬টি ইউনিয়নের মধ্যে ৪ ইউনিয়নে ৬ষ্ঠ ধাপে ৪ঠা জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ২টি নতুন ইউনিয়ন পরিষদ গঠন হওয়ার পর ভোটার তালিকা পুনর্বিন্যাস, কেন্দ্র সংক্রন্ত জটিলতাসহ বিভিন্ন কারণে জামালগঞ্জ সদর ও নবগঠিত জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত রয়েছে। আগামী জুলাই মাসে কাজ শেষের পর এই দুটি ইউনিয়নের তফসিল ঘোষণা হতে পারে। বাকি ৪টি ইউনিয়নে চলতি ৯ মে মনোনয়নপত্র জমার শেষ তারিখ, ১১-১২ মে বাছাই, ১৯ মে প্রত্যাহার ২০ মে প্রতীক বরাদ্দ ও ৪ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com