1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:১২ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

চার উপজেলায় ইউপি নির্বাচন : নৌকা প্রতীকের প্রার্থী তালিকা প্রকাশ

  • আপডেট সময় শনিবার, ৭ মে, ২০১৬

স্টাফ রিপোর্টার ::
জেলার চার উপজেলা (ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর)-এর ইউপি নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শেষ ধাপের ভোটের এই তালিকা প্রকাশ করেন দলটির যুগ্ম সাধারণ স¤পাদক মাহবুবুল-উল-আলম হানিফ।
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নে মো. আলাউদ্দিন শাহ, পাইকুরাটি ইউনিয়নে মো. ফেরদৌসুর রহমান, সুখাইড় রাজাপুর (উত্তর) ইউনিয়নে ফরহাদ আহমেদ, সুখাইড় রাজাপুর (দক্ষিণ) ইউনিয়নে মোহাম্মদ মোকররম হোসেন, ধর্মপাশা সদর ইউনিয়নে মো. ফখরুল ইসলাম চৌধুরী, জয়শ্রী ইউনিয়নে সঞ্জয় রায় চৌধুরী, বংশীকুন্ডা (উত্তর) ইউনিয়নে মো. আব্দুস সাত্তার, বংশীকুন্ডা (দক্ষিণ) ইউনিয়নে আজিম মাহমুদ, চামরদানি ইউনিয়নে মো. আলমগীর খসরু, মধ্যনগর ইউনিয়নে প্রবীর বিজয় তালুকদার নৌকা প্রতীকের চূড়ান্ত প্রার্থী মনোনীত হয়েছেন।
তাছাড়া জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নে ভজন তালুকদার, জামালগঞ্জ ইউনিয়নে জামিল আহমেদ জুয়েল, ফেনারবাক ইউনিয়নে সাধন চন্দ্র তালুকদার, সাচনাবাজার ইউনিয়নে মো. রেজাউল করিম শামীম, ভীমখালি ইউনিয়নে আখতারুজ্জামান শাহ, ৬নং জামালগঞ্জ উত্তর ইউনিয়নে এম নবী হোসেন আ.লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনীত হয়েছেন।
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়নে মো. আব্দুল গণি, ধনপুর ইউনিয়নে মো. রফিকুল ইসলাম তালুকদার, পলাশ ইউনিয়নে মো. সুলেমান মিয়া, সলুকাবাদ ইউনিয়নে মো. সফর আলী, ফতেহপুর ইউনিয়নে মো. শামছুজ্জামান শাহ আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তাহিরপুর উপজেলায় আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- শ্রীপুর উত্তর ইউনিয়নে আবুল হোসেন খান, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে বিশ্বজিৎ সরকার, বড়দল দক্ষিণ ইউনিয়নে মো. ইউনুছ আলী, বড়দল উত্তর ইউনিয়নে মো. জামাল উদ্দিন, বাদাঘাট ইউনিয়নে মো. নিজাম উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়নে মোতাহার হোসেন আখঞ্জী শামীম, বালিজুরী ইউনিয়নে মো. আতাউর রহমান।
সংবাদ সম্মেলনে এই পর্যন্ত অনুষ্ঠিত ইউপি ভোটে অনেক ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী হারিয়ে বিদ্রোহী প্রার্থীদের বিজয়ী হওয়া প্রার্থী নির্বাচনে ভুল প্রমাণ করে কি না- এই প্রশ্ন করা হয় হানিফকে।
উত্তরে তিনি বলেন, “এই সমস্যা প্রার্থী বাছাইয়ের জন্য নয়। প্রায় সাড়ে পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে, এর মধ্যে কয়েকটি জায়গায় সমস্যা হয়েছে যা অত্যন্তই নগণ্য।”
সংবাদ সম্মেলনে হানিফের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আহম্মদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুল মান্নান, আওয়ামী লীগ কেন্দ্রীয় সদস্য এস এম কামাল, সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com