1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:০৩ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

শ্রীমতি বাজারে আওয়ামী লীগ প্রার্থী বুরহানের নির্বাচনী সভা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

স্টাফ রিপোর্টার::
এলাকাবাসীর উদ্যোগে কাঠইর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. বুরহান উদ্দিনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের দলমত নির্বিশেষে সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন। ভোটাররা সৎ, মেধাবী, পরিচ্ছন্ন তরুণ রাজনীতিক অ্যাডভোকেট বুরহান উদ্দিনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে ইউনিয়নের উন্নয়নে সহযোগিতা করার অঙ্গিকার ব্যক্ত করেন। বক্তারা উন্নয়নের জন্য আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মো. বুরহান উদ্দিনকে ভোট দেওয়ার আহ্বান জানান।
স্থানীয় মুরুব্বী করম আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি সেতু দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মো. আফতাব উদ্দিন আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সুরেশ দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, প্রফেসর দিলীপ তালুকদার, জেলা যুবলীগের সিনিয়র সদস্য অ্যাডভোকেট কল্লোল তালুকদাার চপল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক গৌতম বণিক, যুগ্ম আহ্বায়ক জমিরুল হক পৌরব, মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশির উদ্দিন, জনসেবি লুৎফুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, উপানন্দ দাস, গুলের গাও গ্রামের ছমির উদ্দিন, শাখাইতি গ্রামের হায়দর খা প্রমুখ।
জনসভায় আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মো. বুরহান উদ্দিনের আবেগঘন বক্তব্য তম্ময় হয়ে শোনেন শ্রোতারা। চেয়ারম্যান প্রার্থী মো. বুরহান উদ্দিন তার প্রাঞ্জল ভাষার বক্তব্যে নির্বাচনী ইশতেহার ও কাঠইর ইউনিয়ন নিয়ে তার উন্নয়ন দর্শন তোলে ধরেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com